কিছু উদ্যোমী তরুনের হাতে গড়া বাঁশখালী পর্যটন শিল্প পরিষদের উদ্যোগে চট্টগ্রাম শহরের সিআরবিতে ২১/০১/২০২১ইং শুক্রবার বাঁশখালী সমুদ্রসৈকত কে পর্যটন স্পট ঘোষণার দাবীতে বাঁশখালী পর্যটন শিল্প পরিষদের মুখপাত্র মোঃ মুহিব উল্লাহ’র পরিচালনায় এক আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান স্বমন্বয়কের দায়িত্ব পালন করেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের অবিসংবাদিত নেতা আলহাজ্ব মাহফুজুর রহমান চৌধুরী সুযোগ্য সন্তান আরিফ উর রহমান চৌধুরী, বক্তব্য প্রদান করেন একুশে ফাউন্ডেশন এর পরিচালক শামীম উল্লাহ আদিল, রক্তের সন্ধানে বাঁশখালী’র এডমিন কায়ছার আলী খান, উপস্থিত সকলের দাবী একটাই বাঁশখালী সমুদ্রসৈকতকে পর্যটন স্পট ঘোষণা করা হোক। মানব বন্ধন ও সমাবেশ এ উপস্থিত বাঁশখালী পর্যটন শিল্প পরিষদ ও অন্যান্য সংগঠন এর প্রতিনিধিরা বলেন আপনারা একাত্ততা প্রকাশ করে দূর দুরান্ত থেকে এসে আলোচনা সভাকে মানব বন্ধনে রূপদান করেছেন।আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ফেসবুকে প্রচার করে উৎসাহ উদ্দীপনা
যুগিয়ছেন সামনে এগিয়ে যাওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেছেন সবাইকে ধন্যবাদ। বাঁশখালী পর্যটন শিল্প পরিষদের সাথে থেকে বাঁশখালী সমুদ্রসৈকত কে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করার দাবীতে আন্দোলন করতে আহবান জানাচ্ছি। বাঁশখালী পর্যটন শিল্প পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজান, ছগির উল্লাহ, ফরহাদ, আরফাত,ইমরান,এস এম হালেছ ছোটন,আলী আকবর,রবিউল হোসেন রবি,মো শাকিল,শাহরিয়ার, ইফাত,এনাম।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020