Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী স্টুডেন্টস’এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি সুজায়েনা বিনতে ওমর ঐশী ও সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিনের নেতৃত্বে সংগঠন কে গতিশীল করতে ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় কমিটি কে পূর্ণাঙ্গ করা হয়।

৯ই এপ্রিল মঙ্গলবার সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত সাংগঠনিক প্যাডে ২০৫ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এসোসিয়েশনের সাংগঠনিক পেইজে পূর্ণাঙ্গ কমিটি শেয়ার করেন।
সিনিয়র সহ-সভাপতি জামশেদুল ইসলামসহ সহভাপতি পদে আছেন ১৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদকীয় পদে আছেন ১৭ জন, সাংগঠনিক সম্পাদকীয় পদে আছেন ২১ জন এছাড়াও বিভিন্ন পদে আছেন বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি সুজায়েনা বিনতে ওমর ঐশী বলেন, বাঁশখালীর শিক্ষার্থীদের এ সংগঠন সবসময়ই তার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বছরব্যাপী নানা আয়োজনে আগামী দিনেও এসোসিয়েশনের কার্যক্রম গতিশীল রাখতে কমিটি পূর্ণাঙ্গ করেছি।

সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন বলেন, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনে পদ-পদবির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দায়বদ্ধতা ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা।
পূর্ণাঙ্গ কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকসহকারে সামনের দিন গুলোতেও এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন  ঢাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক হলেন বাঁশখালীর হাসান সাঈদী