চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী হতে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করেছে নবীন শিক্ষার্থীদের বরণ ও সদস্যদের মিলনমেলা। শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে আয়োজিত এই অনুষ্ঠানে চবি শিক্ষার্থী রিজাউর রহমান ও ঋতু পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
[caption id="attachment_2822" align="aligncenter" width="300"] বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন এর সদস্য ও নবীন শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ[/caption]
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ অহিদুল আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান, সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সানজিদা শারমিন রীমা, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাফিজ মিনহাজ, জলদী আধুনিক হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান, বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকত, সংগঠনের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি,, কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাননীয় উপাচার্য বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমার বাড়ি বাঁশখালীর পার্শ্ববর্তী উপজেলা। বাঁশখালী নিয়ে অম্ল মধুর স্মৃতি মানসপটে এখনো ভাসে। তিনি আশা প্রকাশ করেন এই সংগঠন শিক্ষার্থীদের অধিকার আদায়, নানা বিষয়ে পথ নির্দেশক এর ভূমিকা পালন করবে সেই সাথে আগামীতে যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়মুখী হিবে তাদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে তাঁদের গ্রুমিং করে ভবিষ্যতের পথ চলা সহজ করবেন।
বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি সুজায়েনা বিনতে ওমর (ঐশী) তাঁর বক্তব্যে বলেন,'গতানুগতিক সংগঠনের যে কার্যক্রম তার চেয়ে বেশি কিছু ভিন্ন কিছু উপহার দিতে চাই। তার জন্য প্রয়োজন সম্মিলিত সহযোগিতা ও পরামর্শ।
স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন বলেন,' বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঁশখালী শিক্ষার্থীদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের এগিয়ে যাওয়ার পথে সহচর এর ভূমিকা রাখতে চাই। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও৷ বাঁশখালীর কৃতি সন্তান এবিএম মোকাম্মেল হক চৌধুরী মহোদয়ের প্রতি আমাদের আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা দান করার জন্য।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020