বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যেগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সদস্য মাঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জাকের উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী সরকারী আলাওল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আবু সৈয়দ, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ শহিদুল্লাহ, সহকারী ভূমি অফিসার মিজানুর রহমান,যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃআফরা হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার আদনান সাঈদ এবং ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত।
ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য তানভীরুল হক মিজবাহ, মুবিনুল হক,কাদের সিদ্দিকী, সাইফুল আজম, ফারুখ মোহাম্মদ, বেলাল মেহরাজ,জাহিদ হাসানসহ অন্যান্য কার্যকরী পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়।