Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন, আইআইইউসি’র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাঁশখালী, ১০ জানুয়ারি ২০২৪: বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন, আইআইইউসি কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মুন্সিখীল এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন, আইআইইউসির সভাপতি মুন্তাসির বিল্লাহ রাহাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নাঈম উদ্দীন ফাহিম, ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুকুল, ভাইস প্রেসিডেন্ট রহমত, ফিনেন্স সেক্রেটারি মোহাম্মদ এনাম, গ্রাফিক্স টিমের ইমতিয়াজসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ৬৫ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় শীতার্তদের সাহায্য করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি শীতার্তদের সাহায্য করার।

বক্তারা আরও বলেন, আমরা আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

আরও পড়ুন  ছনুয়া স্বপ্নচূড়া'র বর্ষপূর্তি