Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত


মুহাম্মদ মিজান বিন তাহের

অতিথি প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মুহাম্মদ নুরুল আনোয়ার (৩৮) প্রকাশ বাদশা নামে একজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৮ জুন) রাত ১২ টার বাঁশখালী প্রধান সড়কে শিলকূপ মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটেছে।

সে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার জয়নগর পাড়া এলাকার নজু মিয়ার ছেলে। নিহত বাদশা পেশায় সবজি ব্যবসায়ী। দুর্ঘটনায় আহতরা হলেন- চকোরিয়া উপজেলার বদরখালী এলাকার বেলাল, শাহ জাহান, আবু তাহের।

এ ঘটনায় বেপরোয়া অটোরিকশা চালক পালিয়ে গেলেও সড়কে বন্ধ করে রাখা পাইপলাইনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়,বাঁশখালী পিএবি প্রধান সড়ক সংলগ্ন মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত ট্রাকটি বন্ধ রয়েছিল। এ সময় উত্তর দিক থেকে বেপরোয়া ভাবে আসা সিএনজি চালিত আটোরিকশাটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। অন্ধকারের মধ্যে রাস্তার উপর রাখা পাইপলাইনের ট্রাকটি খেয়াল করতে না পারায় অটোরিকশা চালকের অসতর্কতার কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩ জন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, সোমবার গভীর রাতে মনছুরিয়া বাজারের দক্ষিন পার্শ্বে দাড়িয়ে থাকা ট্রলির পিছনে সিএনজি গাড়ির ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই সিএনজি চালক পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে।

আরও পড়ুন  রহিম সৈকত ; মাটি ও মানুষের গল্প যার নিত্য উপজীব্য