Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী হামেদিয়া রহিমা মাদ্রাসায় ঈদ পুণর্মিলনী ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে দ্বিতীয় ঈদ পুণর্মিলনী, সদ্য বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে মাদ্রাসার একটি হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসা মাঠে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এরপর কুরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে মূল প্রোগ্রাম শুরু হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক জাহেদুল ইসলাম বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ ৪৭ বছর হয়ে গেলেও প্রাক্তন ছাত্রদের নিয়ে কোন সংগঠন গড়ে উঠেনি। সেই কাজটি গতবছর আমরা শুরু করতে পারায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের ফলেই এই বছর বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা দেওয়ার সুযোগ হয়েছে, যা অতীত ইতিহাসে বিরল। তিনি আরও বলেন, সামনে এ+ সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ মাদ্রাসা এবং শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিব ইনশা আল্লাহ।

বিদায়ী সংবর্ধিত শিক্ষক জনাব মাওলানা রফিউল আলম (টাইটেল সাহেব হুজুর) বলেন, তোমরা এই কাজ শুরু করার মধ্য দিয়ে নতুন একটি ইতিহাস শুরু করেছো, যা অতীতে কেউ করতে পারেনি। আমাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে মূলত শিক্ষা গুরুর মর্যাদা দিয়েছ। যে সমাজে জ্ঞানীদের মূল্যায়ন হয় না, সে সমাজে জ্ঞানী জন্মায় না। তাই, তোমাদের কাজের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিদায়ী সংবর্ধিত আর এক শিক্ষক জনাব রমিজ উদ্দিন বলেন, তোমাদের এই কাজে আমরা অনেক আনন্দিত। এই কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে আমি প্রত্যাশা করি। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকের প্রোগ্রামে মোট ৪জন শিক্ষককে বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয় এবং মাদ্রাসার জন্য একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরিশেষে জনাব মাওলানা রফিউল আলম-এর মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, গতবছর ঈদ পুণর্মিলনীর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার বহুল আকাঙ্খিত প্রাক্তন ছাত্র পরিষদের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন  ১৫০ পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা; নেপথ্যে যে সংগঠন