বাঁশখালীতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো তীর নিয়ে খেলার সাথীদের সঙ্গে খেলতে গিয়ে একটি তীর বুকে এসে বিঁধে সাইদুল কবির (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর। বুধবার (১৬ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। পরে রাত ১০ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শিশু উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় পুকুর পাড় (উইরগা মুরা) এলাকার আজিজুর রহমানের পুত্র। সেই পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মোবাইলে বাঁশের কঞ্চি দিয়ে তীর বানানোর কৌশল দেখে নিজেরাও তীর বানিয়ে বন্ধুদের সাথে তীর নিক্ষেপ খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত কিংবা কৌতুহলবশত কঞ্চির তীর গিয়ে লাগে সাইদুলের বুকে। কঞ্চি বিঁধে রক্তক্ষরণ হলে সঙ্গীরা বাড়িতে জানালে পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আঘাত গুরুতর বিবেচনা হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহেদ সাইদুল কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সে আমার এলাকার আজিজুর রহমান এর ছেলে। বুধবার বিকেলে খেলার মাঠে খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটলে।