গরীব ও মেধাবী শিক্ষার্থীর শিক্ষা বিষয়ে খোঁজ খবর রাখা, পড়াশোনা চালিয়ে নিতে পারিবারিক অক্ষমতা দেখা দিলে মেধাবী শিক্ষার্থী ফান্ড গঠন করে তাদের শিক্ষা সচল রাখার ব্যবস্থা করা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত হলো বাগমারা অলিশাহ (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।
রবিবার (১৪-০৪-২০২৪) সকাল ১১ টায় বাগমারা অলিশাহ (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার হল রুমে প্রাক্তন ছাত্রদের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় অত্র মাদ্রাসার গণ্যমান্য বিভিন্ন প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় সবার সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়। এতে আকমল মিয়াজী জামে মসজিদের খতিব ও চিকদাইর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল হক কাদেরীকে সভাপতি ও ব্যাংকার মোহাম্মদ তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আবু তালেব নূরী, অর্থ সম্পাদক হিসেবে হাফেজ মোহাম্মদ কায়সার দায়িত্বপালন করবেন। বিজ্ঞপ্তি