বাবার নিথর দেহ রেখেই পরীক্ষায় ছুটতে হবে সাকিবকে

রাত পোহালেই সকালে ছুটতে হবে সাকিবকে পরীক্ষা কেন্দ্রে। পেছনে রেখে যেতে হবে মাথার উপর ছাতা হয়ে থাকা আদরের বাবার নিথর দেহ। এইটুকু বয়সে এমন দ্বৈত পরীক্ষার মুখোমুখি কম মানুষ হয়। মোহাম্মদ সাকিব [বাহারচরা ইউনিয়নের দক্ষিণ ইলশা ৬ নং ওয়ার্ডের কালাচান সিকদার বাড়ির মোহাম্মদ ইদ্রিসের পুত্র। তাঁর পিতা মোহাম্মদ ইদ্রিস সোমবার রাত ৮:৩০ মিনিটে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ..রাজেউন)।

প্রতিবেশি মো ফারুক জানান, ইদ্রিস সাহেব অসুস্থ ছিলেন। এমন সময়ে তিনি চলে গেলেন যখন তার ছেলের পরীক্ষা চলছে। ছেলেটির মনের মধ্যে কি চলছে আল্লাহ জানে। আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দিক।

উল্লেখ্য চলমান এসএসসি পরীক্ষার ৫টি পরীক্ষা সম্পন্ন হয়। আজ ছিল গণিত পরীক্ষা। আগামীকাল ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে মে মাসের ১৩ তারিখে।

আরও পড়ুন  বাঁশখালীতে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ৪