বাশঁখালীতে সংশপ্তক পীস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
উগ্রবাদ,প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের দেশপ্রেমে উদ্ভোদ্ধ হয়ে ও যথাযথ দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করতে হবে । উগ্রবাদ মুক্ত স্বদেশ বিনির্মানে অবদান রাখতে হবে । কমিউনিটি পুলিশ ফোরামের সক্রিয় অংশগ্রহন ও সমন্বয়ের মাধ্যমে সমাজে একটি সুন্দর এবং শান্তি পূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে- সংশপ্তক পিস প্রকল্পের আয়োজনে “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন বাশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী । বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক – পিস প্রকল্পের আয়োজনে “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” ২১ সেপ্টেম্বর বাশখালী অফিসার্স ক্লাব কনফারেন্স হল চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী । প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাশঁখালী থানার কমিউনিটি পুলিশিং অফিসার আকতার হোসাইন । তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংশপ্তক ্এর ভূয়সী প্রশংসা করেন এবং দি এশিয়া ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বাশঁখালী থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো বেশী জোরদার করার বিষয়ে ওসি মহোদয়ের পক্ষে আশ্বাস প্রদান করেন । সংশপ্তকে পিস প্রকল্পের সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দি এশিয়া ফাউন্ডেশন ,বাংলাদেশ এর চট্টগ্রামে নিয়োজিত প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন, সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, সংশপ্তক পিস প্রকল্পের ট্রেনিং এন্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী,বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুদ্দিন চৌধুরী । সংশপ্তক-পিস প্রকল্পের বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুদ্দিন চৌধুরীর সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক-পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। প্রশিক্ষণে বাশঁখালী উপজেলার ১১ নং পুইঁছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড, ৯ নং শীলকূপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৬নং বৈলছড়ি ৭ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন সদস্য (১৯ জন পুরুষ ৬ জন মহিলা )অংশগ্রহণ করেন।