
সভাপতি মিজান / ওসমান গণি সম্পাদক
চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থার ২০২৫ সেশনের নির্বাচন নগরীর চকবাজারস্থ মেরনসান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৪০ তম কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি এইচ এম মিজানুর রহমান ও ওসমান গণি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- উপদেষ্টা কমিটির সদস্য জনাব সাইফুল আযম কায়েস, উপদেষ্টা কমিটির সদস্য জাহেদ হোছাইন তালুকদার, স্থায়ী পরিষদের সদস্য মো:নুরুল হোছাইন, সাবেক সভাপতি হাসান মোহাম্মদ জুনাইদ রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থায়ী পরিষদের সদস্য জনাব শরিফুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিনহাজ সিকদার, সাবেক সভাপতি হাফিজুর রহমান হিরু, সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন, ৩৮ ও ৩৯ তম কমিটির সভাপতি জনাব মোঃ তাওহিদুল ইসলাম
সঞ্চালনার দায়িত্ব পালন করেন ৩৯ তম কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন প্রমুখ। সভায় আগামী ২৮ ফেব্রুয়ারী ২৫ খ্রি. তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের করার নির্দেশনা প্রদান করা হয়।
