
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদেরের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হতে পারে, যদিও সঠিক হিসাব এখনো করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার জানান, “প্রথমে আমাদের সরাসরি কেউ খবর দেয়নি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। তবে বশির উল্লাহ মিয়াজি বাজারে পৌঁছালে স্থানীয়রা জানান, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাই আমরা ফিরে আসি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ শিক্ষার্থীদের বই-খাতা পুড়ে ছাই হয়ে গেছে। এতে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দানশীল ব্যক্তি ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020