নাহিম তালুকদার মোর্শেদ ◾
পরিবেশের ভারসাম্য রক্ষায় শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। আমাদের রয়েছে সরকারী নিয়ন্ত্রণাধীন মাত্র ১০ ভাগ বনভূমি এবং ৭ ভাগ গ্রামেগঞ্জে রোপিত বা সৃজিত বনভূমি। পর্যাপ্ত বনভুমি না থাকায় আমরা যে সমস্যা গুলোর মধ্যে রয়েছি বা সম্মুখীন তা- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং উত্তরাঞ্চল মরুময় হয়ে যাচ্ছে। কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পেয়েছে, বাতাসে জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। বায়ুম-লে ওজন স্তরে ফাটল সৃষ্টি হচ্ছে। ফলে ক্ষতিকর অতি বেগুনী রশ্মি পৃথিবীতে চলে আসছে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মেরু অঞ্চল, এন্টার্টিকা মহাদেশের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে মরুময়তা, অনাবৃষ্টি (রাজশাহী বরেন্দ্র অঞ্চল), অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, প্লাবন, বিলম্ব বৃষ্টি হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী ০২ দশকের মধ্যে সারা বিশ্বের ৬০০ মিলিয়ন মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। বর্তমানে বার্ষিক ক্ষতির পরিমান আনুমানিক ১২৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সাল নাগাদ হবে ৩৪০ বিলিয়ন ডলার। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ হবে বাংলাদেশ। এই আসন্ন ক্ষতি মোকাবেলায় দেশব্যাপী সবুজায়নের প্রতি জোর দিচ্ছে সরকার, তারই ধারাবাহিকতায় বাহারচরা ইউনিয় যুবলীগের সাধারন সম্পাদক শাহেদ এমরান (শহিদ) এর নির্দেশনায় ৪ নং বাহারচরা ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয় ১ম পর্ব ৪ নং বাহারচরা ইউনিয়ন পরিষদে, ২য় পর্ব পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ্ দাখিল মাদ্রাসা, ৩য় পর্ব বাহারচরা রতনপুর উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচিতে যোগদান করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল্লা আদনান, মোঃ সালাউদ্দী, আমিন, তৌখি, নায়ন সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020