• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২,৮৫,০০০ টাকার বৃত্তি প্রদান

রিপোর্টার নাম: / ৪৩৭ শেয়ার
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গতকাল বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা ৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২,৮৫,০০০ টাকা এককালীন বৃত্তি হিসেবে প্রত্যেককে ৩০০০টাকা করে বিতরণ করা হয়েছে। এ উদ্যোগটি গ্রহণ করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রোটারিয়ান পিপি মো. মুজিবুর রহমান নেতৃত্বে এবং ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংসদ ও যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা BACHAO (Bangladeshi American Charitable Organization)-এর সহযোগিতায়।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আর্থিকভাবে সংগ্রামী পরিবারের শিক্ষার্থীরা যেন কিছুটা স্বস্তি পায় এবং পড়াশোনার প্রতি আরও উৎসাহিত হয়, সেটিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করেন।

রোটারিয়ান পিপি মো. মুজিবুর রহমান বলেন, “শিক্ষা কোন করুণা নয় অধিকার। এই অধিকার সবার নিকট পৌঁছে দিতে ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংসদ ও বাছাও কাজ করছে দীর্ঘদিন ধরে ” তিনি গ্রামীণ শিক্ষার উন্নয়নে অব্যাহত অবদান রাখার জন্য BACHAO-কে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, BACHAO ইতিমধ্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ১০,৮০০ এর অধিক স্কুল ব্যাগ, শিক্ষার্থীদের পরিবারের মাঝে প্রায় ১,১০০ রিং স্যানিটেশন টয়লেট বিতরণ করেছে, প্রায় ২৭,০০০ রোগীর চোখের চিকিৎসা প্রদান করেছে, যার মধ্যে প্রায় ৩,০০০ বিনামূল্যে ছানি অপারেশন অন্তর্ভুক্ত, এবং নিয়মিতভাবে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে।

বৃত্তির টাকা হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা জানায়, এই অর্থ তাদের পড়ালেখার একটি বড় অংশের প্রয়োজন মেটাবে এবং নতুন উদ্যমে লেখাপড়া চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এলাকাবাসী ও অভিভাবকদের দাবী এই কর্মসূচি আবারও প্রমাণ করে যে, BACHAO ও তাদের সহযোগীরা মেধাবী অথচ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে গ্রামীণ শিক্ষায় ব্যাপক অবদান রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?