
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তবে প্রকাশিত তালিকায় দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার নাম দেখা যায়নি।
তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি কেবল প্রাথমিক তালিকা। দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে এই তালিকায় সংশোধন আনা হতে পারে।
সন্ধ্যায় ঘোষিত তালিকায় দেখা যায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম নেই। একইভাবে অনুপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর।
এছাড়া প্রার্থী তালিকায় নেই চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও। ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনকেও তালিকায় পাওয়া যায়নি।
এদিকে, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও জল্পনা ছিল যে তিনি এবারও প্রার্থী হতে পারেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নামও অনুপস্থিত।
ঢাকা-১০ আসনে পূর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং রবিউল ইসলাম রবিও এবারের ঘোষিত তালিকা থেকে বাদ পড়েছেন।
মাগুরার একটি আসন থেকে দলীয় মনোনয়নের জন্য প্রচেষ্টা চালানো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও এবার বাদ গেছে।
অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতাদের পরিবারের অনেক সদস্যও বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলীয় সূত্র জানিয়েছে, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একই পরিবার থেকে একাধিক প্রার্থী রাখা হবে না।
ফলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও মনোনয়ন পাননি।
তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা পূর্বে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাঁদের মৃত্যু হয়েছে, সেসব আসনে তাঁদের স্ত্রী বা সন্তানদের এবার প্রার্থী করেছে দলটি।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020