• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু

রিয়াজুল হক রিফাত / ২৩৩ শেয়ার
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বাঁশখালীর গণমানুষের নেতা, চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণসভা শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার জলদি আদর্শ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিছ মিয়া, বাঁশখালীতে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিএনপি নেতা এনামুল হক, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাজ্জাক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন “জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর মানুষের অবলম্বন, দেশের গণতান্ত্রিক আন্দোলনের নিবেদিত এক সৈনিক। তিনি দেশ, দল ও মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর মতো ত্যাগী, মানবিক ও সমঝদার নেতৃত্বই আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন।

বাঁশখালীর মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে। এই এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি মাঠে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে জাফরুল ইসলাম চৌধুরীর স্বপ্নের বাঁশখালী গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন বিএনপি যদি নির্বাচনে জিতে সরকার গঠণ করতে পারে তাহলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

স্মরণসভায় পুরো বাঁশখালী থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলসহকারে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?