Search
Close this search box.
Search
Close this search box.

বিদ্যাবাড়ির বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ

আলোর পাঠশালা বিদ্যাবাড়ি কর্তৃক চট্টগ্রামের বাঁশখালীর উপকূলবর্তী ছয় ইউনিয়নের ১৭ টি সামাজিক সংগঠনের মধ্যে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ৭ জুলাই এসব চারা বিতরণ সম্পন্ন হয়। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে নেওয়া এ কর্মসূচি বাস্তবায়ন করে বিদ্যাবাড়ি পাঠাগার। জসিম উদ্দিন চৌধুরী পিপিএম বাঁশখালীর বাসিন্দা ও কক্সবাজারে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য ২০২০ থেকে চলমান প্রতি মৌসুমে সামাজিক সংগঠন এর মাধ্যমে দশ হাজার করে চারাগাছ বিতরণ করা হয়। চলতি মৌসুমে চারাগাছ পেয়েছে, হাজীগাঁও অগ্রণী ক্লাব, পুকুরিয়া, স্বপ্নতরী সংঘ, কাথরিয়া, আলোকিত রত্নপুর, বাহারচরা, রত্নপুর তরুণ শেকড়, বাহারচরা, বাঁশখালা একতা সংঘ, বাহারচরা, উই ফর য়্যু, কাথরিয়া, চতুষ্কোণ, পুইছড়ি, খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদ, আল কুরআন একাডেমি, রত্নপুর, পূর্ব কাথরিয়া স্বপ্নসিঁড়ি ক্লাব,কাথরিয়া, বোঁচা ফকির স্মৃতি সংঘ, বাহারচরা, দক্ষিণ ইলশা আলোকবর্তিকা, বাহারচরা, বরুমছড়া জাগরণী, পুকুরিয়া, ১নং পাড়া সমাজ উন্নয়ন সংস্থা, ছনুয়া ও দীপশিখা পাঠাগার। বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন আবহাওয়াবিদ আবুল মনসুর, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক আবদুল্লাহ, বাঁশখালা একতা সংঘের সভাপতি রিয়াদ ও সেক্রেটারি রোকন, মোহাম্মদ আবদুল্লাহ, বিদ্যাবাড়ি পাঠাগারের কর্মকর্তাগণ।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে বনায়ন করতে হবে যার যার অবস্থান থেকে।

আরও পড়ুন  আলোকিত রত্নপুরের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন