আবদুল্লাহ আল রিয়াদ ▪️
গত কাল ০৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাঁশখালীর বি এন সি সি এক্স ক্যাডেট ও রানিং ক্যাডেটদের সমন্বয়ে গঠিত সংগঠন বাঁশখালী ক্যাডেট ফোরাম (বি সি এফ) এর ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠান। সেই সাথে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি এজি এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায়
অনুষ্ঠিত বর্ষপূর্তি ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ শহিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির এস আই নুরুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেকসান অফিসার নাফিজ মিনহাজ, গুনাগরি ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য জিসানুল হক, সহ সভাপতি আলী আজম চৌধুরী,সংগঠনের যুগ্ম সম্পাদক রিয়াদুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল হোসেন শাপলা, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক, সিনিয়র ক্যাডেট আব্দুল মোতালেব, সিনিয়র ক্যাডেট আসাদুজ্জামান, সিনিয়র ক্যাডেট আবদুল্লাহ আল রিয়াদ, সিনিয়র ক্যাডেট সম্রাট বাবর, সিনিয়র ক্যাডেট মঈনউদ্দীন যায়েদ, সিনিয়র ক্যাডেট বোরহান, নেজাম, তানজিয়া, সানজিদা, তানজিদা,মনচুর,আনিস এছাড়াও এক্স ক্যাডেট ও রানিং ক্যাডেটদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেহেরুন্নিসা,উম্মে সালমা,মারুফা আকতার, আকতিয়া সোলতানা,নাদিয়া সোলতানা,রবিউল হোসাইন,ফারুক হোসাইন, ফাহমিদা চৌধুরী মীম,মো:- তাসনিম,মো:- রুবেল,নুরুল ইসলাম,আবু তারেক,জুলি,রিয়াজ,নুর আহমদ,সিহাব উদ্দীন,শামশুদ্দিন,রিয়াত হাসান,আকাশ নাথ, আবু শাহেদ,বিজয় দাশ,শাহরিয়ার, সাইফুর রহমান, জহির আহমদ,নুর উদ্দীন,দেলোয়ার, রানা শীল,প্রদীপ দে,সৌরভ দে, ওমর ফারুক,আরফাতুল ইসলাম, শাহাদত হোসেন,সোহেল উদ্দীন,ইমাম হোসেন, রকিবুল হাসান,রিমা সোলতানা সহ প্রমুখ।
বিকাল তিনটা হতে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অথিতি বৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদ উদ্দিন রানিং ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন," বি এন সি সি একটি আধাসামরিক সেচ্ছাসেবী বাহিনী, তাই বি এন সি সি ক্যাডেটদের হতে হবে সাধারণ শিক্ষার্থী হতে আলাদা। তাদের আচার-আচরণ, পড়া লেখা, খেলাধুলা সহ সব কিছুতেই সমান তালে অন্য সাধারণ শিক্ষার্থী হতে এগিয়ে থাকতে হবে"।
সভাপতির বক্তব্যে এজি এম জাহাঙ্গীর বলেন,'বাঁশখালী ক্যাডেট ফোরাম(বি সি এফ) একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, তাই রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে বি সি এফের সদস্যদের এগিয়ে আসতে হবে'। ইফতার মাহফিল শেষে সংগঠনের সভাপতি
এজি এম জাহাঙ্গীর মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ,সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020