বাঁশখালীর ক্রীড়া সংগঠন বৈলগাঁও ক্রিকেট একাদশ কর্তৃক ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এতে অংশগ্রহনে ইচ্ছুক দলকে ৬ ডিসেম্বরের মধ্যে ১১০১ টাকা এন্ট্রি ফি দিয়ে দল নিবন্ধন করতে হবে ৬ ডিসেম্বরের মধ্যে। এতে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি থাকছে ১০,০০০ টাকা ও রানার্সআপ দলের জন্য থাকছে ৬,০০০ টাকা। এছাড়া প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার, সেরা দর্শক পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় অগ্রীম শুভেচ্ছা ফি জমা দিয়ে দল নিশ্চিত করতে হবে। খেলা শুরু হওয়ার ২০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে ও আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রত্যেক দলকে প্রথম ম্যাচে মাঠ ফি বাবদ ২০০/- করে বাধ্যমূলক দিতে হবে। এক দলের খেলোয়াড় অন্যদলে খেলতে গেলে অতিরিক্ত। ১৫০/- হায়ার ফি জমা দিতে হবে। খেলা টেপ টেনিস বল দ্বারা অনুষ্ঠিত হবে এবং জার্সি বাধ্যতা মূলক। খেলা সম্পূর্ণ নক আউট পদ্ধতিতে ও খেলা ১০ ওভারে সিমাবদ্ধ থাকবে। প্রত্যেক দলকে বল ও টেপ নিয়ে আসতে হবে। দল অন্তভূক্ত করা সহ সব ধরনের যোগাযোগ এর জন্য নিচের নম্বরে কল দেয়ার কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ ✆ ০১৩২৫-৫৭৫২৫৮