বাঁশখালী প্রতিনিধি- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে বৈলছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের বৈলছড়ি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোহেল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ জামাল উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে যুবলীগ নেতা শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবছার, বৈলছড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন ফয়সাল, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, চেচুরিয়া আয়শা ছিদ্দিকা জামে মসজিদের সভাপতি জাকের আহমদ, ছাত্রলীগ নেতা মোকতার হোসাইন, জাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দীন বলেন,
'মাননীয় প্রধানমন্ত্রী ও বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় এলাকার পরিবেশ রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, প্রিয় বৈলছড়ি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের স্কুল, কলেজ ও সার্বজনীন মসজিদ, মন্দিরসহ সরকারি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করবো ইনশাআল্লাহ।'
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020