৬ নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে,
হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত জনপ্রতিনিধি সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২২ইং
অনুষ্ঠিত হয়ছে । সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন মোঃ কপিল উদ্দিন নবনির্বাচিত চেয়ারম্যান ৬ নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদ, বিকাশ দত্ত, নবনির্বাচিত ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড ৬নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদ,,আনোয়ারা বেগম, মহিলা ইউপি সদস্য, ৪, ৫,৬ ওয়ার্ড, ৬নং বৈলছড়ী ইউনিয়ন পরিষদ। এই সময় সংবর্ধিত অতিথিরা মাদকের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক সংগঠন, সচেতন ব্যক্তিবর্গকেও সোচ্চার হওয়ার আহবান জানান। সংগঠন এর পক্ষ থেকে সংস্থার বিভিন্ন সামাজিক জন কল্যাণ, যুব কল্যাণ মুলক কর্মকান্ড গুলো তুলে ধরা হয়।পরিবেশ বান্ধব আগামী প্রজন্মের টেকসই স্বদেশ উপহার দিতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয় । হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থার সভাপতি জনাব আমিরুল ইসলাম (মুন্না)র সভাপতিত্বে এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশেদ আকবর।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020