স্বেচ্ছাসেবী সংগঠন বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব এর উদ্যোগে বৈলছড়ী ইউনিয়ন এ অবস্থিত বাঁশখালী গার্লস ডিগ্রী কলেজ, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট ,বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা ও এম. আনোয়ারুল আজিম বালিকা উচ্চ বিদ্যালয় সহ ১২০০ ছাত্র ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এতে উপস্থিত ছিলেন বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব এর এডমিন ইমরান হোসেন (শাকিল), এডমিন, আমিনুল হক (রাহাত), এডমিন, সাইফুল ইসলাম (নয়ন), এডমিন সুলতান মাহমুদ জাবের, কো এডমিন মতিউর রহমান, কো এডমিন মুবিনুল হক,কো এডমিন সৈয়দ মোছাম্মৎ মিফতাহুল জান্নাত, শুভাকাঙ্ক্ষী হুমায়ুন কবির ও ফেরদৌস চৌধুরী সহ সকল সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020