বিদ্য্যুতের ছোবলে মাথার উপর ছায়া হয়ে থাকা আব্দুল করিম নেই তিন বছর। চার ছেলে এক মেয়ে চোখে রীতিমতো অন্ধকার দেখছেন লাকি আক্তার। ছেলেমেয়েদের মুখে আহার যোগাড় করবেন নাকি তাদের পড়ালেখা করাবেন। এভাবেই অনিশ্চয়তায়, অনটনে ক্ষুধায় কাটছে সরল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গৃহবধূ লাকি আক্তারের। বিষয়টা সামাজিক নজরে আনেন সংবাদকর্মী ও কণ্ঠশিল্পী কাইছার হামিদ। বিষয়টি নজরে আসে মানবতার কল্যাণে আমরা নামক মানবিক সংগঠনের। পাঁচ এতিম সন্তান নিয়ে লাকি আক্তার দীর্ঘদিন ধরে এই ভাঙাচোরা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিল।
[irp posts="79729" ]
সংগঠনের পক্ষ থেকে লাকি আক্তারকে ঘর নির্মাণে সহায়তার অংশ হিসেবে ৫০ বস্তা সিমেন্ট, নগদ ২০,০০০ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী নিয়ে পরিবারটির কাছে সরাসরি পৌঁছে যান সংগঠনের সদস্যরা। সংগঠনের দায়িত্বশীলরা আশা প্রকাশ,করেন সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন। কেউ পড়ালেখার দায়িত্ব, কেউ তাঁদের অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিবেন। মানুষ হোক মানুষের জন্য।
গৃহসামগ্রী হস্তান্তরের সময় উপস্তিত ছিলেন সংগঠনের সিনিয়র দায়িত্বশীল মোহাম্মদ আব্দুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতুল ইসলাম মাসুম, সিনিয়র দায়িত্বশীল মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ খোরশেদুল আলমসহ অন্যান্য দায়িত্বশীলগণ।
উল্লেখ্য এই মানবিক উদ্যোগে আর্থিক ও পরামর্শ সহযোগিতা করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফুল হক, যিনি সংগঠনের উপদেষ্টামণ্ডলীর একজন। এছাড়াও সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও দায়িত্বশীলরাও এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020