Search
Close this search box.
Search
Close this search box.

মিনহাজুল আলম স্মৃতি সংসদ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আরিফুল ইসলাম তুহিন

প্রতিনিধি


পুকুরিয়া মিনহাজুল আলম স্মৃতি সংসদ অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ২০২১ইংরেজি এর ফাইনাল খেলা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিনহাজুল আলম স্মৃতি সংসদের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল কবির ফজলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
খেলা উদ্বোধন করেন ১নং পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চটগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বেলগাঁও চা- বাগানের ম্যানেজার আবুল বাশার,
চাঁদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল হোসেন লিটু, পুকুরিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা
মোহাম্মদ শাহাব উদ্দিন, ডাঃ কাজী কলিম উদ্দীন, মোঃ ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মনছুর উদ্দীন শেখ ফজলুর রশীদ , সাহাব উদ্দীন, মোঃ কাইছার মিয়া, মঈন উদ্দীন মনির, মোঃ আরফাতুল ইসলাম, মোঃ মিজবাহ উদ্দীন, তৌহিদ প্রমুখ।

খেলায় প্রতিদন্দ্বিতা করেন চাঁদপুর সিকদার স্পোর্টিং ক্লাব বনাম আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন, খেলায় মাবুদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খোরশেদ আলম।

আরও পড়ুন  পশ্চিম বাঁশখালীর উন্নয়ন ছাড়া বাঁশখালীর উন্নয়ন সম্ভব নয়; এএইচএম জিয়া উদ্দিন