সোমবার (৪ নভেম্বর) বিকেলে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মাছুম আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছিল, তারা ইসলামের ওপর বারবার আঘাত হেনেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত সরিয়ে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল, কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করে পুরো শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ধর্ম শিক্ষাকে নিশ্চিহ্ন করে নাস্তিকদের পুনর্বাসন করেছিল।’
ফেনী জেলা আমির এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020