Search
Close this search box.
Search
Close this search box.

মোজাম্বিকে করোনায় আরো এক বাঁশখালীর রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

এম আর মুজিব, মোজাম্বিক ◾
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আজ ৭ই আগস্ট  করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ ইদ্রিস (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত মোহাম্মদ ইদ্রিস এর দেশের বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, পূর্ব চাম্বল খলিফা পাড়া ।

মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোম্ভু করোমানা শহরে দীর্ঘ দিন ধরে মোহাম্মদ ইদ্রিস সহ আরো তিন ভাই সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন।

গত ২৮শে জুলাই মোহাম্মদ ইদ্রিস অসুস্থতা অনুভব করলে পার্শ্ববর্তী মিলান্জি শহরে স্থানীয় হাসপাতালে করোনা টেস্ট দেওয়া হলে সেখানে তার করোনা পজিটিভ আসে। পরে তাকে কিলিমান বিভাগীয় সেন্ট্রাল হাসপাতালে করোনা বিভাগে হস্তান্তর করা হয়। কিলিমান সেন্ট্রাল হসপিতালে তার অক্সিজেনের লেভেল কমে গেলে অক্সিজেন দেওয়া হয়।দীর্ঘ ১১দিন চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর ৫টার সময় মোহাম্মদ ইদ্রিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইদ্রিস এর ছোট ভাই ফেরদৌস বলেন আমার ভাইয়ের জন্য চিকিৎসার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব করছি কিন্তু আল্লাহুর হুকুম আমার ভাইকে বাঁচাতে পারলাম না।

আফ্রিকার দেশ মোজাম্বিকে এই পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মধ্যে ১২জন বাংলাদেশি চট্রগ্রাম বাঁশখালী উপজেলার ।

আরও পড়ুন  বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোরের মৃত্যু