বাঁশখালী’র স্বনামধন্য সামাজিক সংগঠন হাজিগাঁও অগ্রণী ক্লাব ও অগ্রণী পাঠাগারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। বৈশাখের তীব্র তাপদাহে ক্লাবের পক্ষ হতে স্থানীয় চন্দ্রপুরে বাঁশখালী- আনোয়ারা সড়কে শ্রমজীবি সকল মানুষদের তৃষ্ণা নিবারনের লক্ষে দিনব্যাপী শীতল পানীয় জলের সু-ব্যবস্থা করা হয়। ক্লাবের সভাপতি খোরশেদ আলমের নির্দেশনায় পাঠাগার সভাপতি জিয়াদ উদ্দিনের সরাসরি তত্বাবধানে আজকের পোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস.এম মিজবাহ, ওমর ফারুখ ছোটন, সৈয়দ আজিজুল হক, জিয়াম, সাইমন, জিসান ও অন্যান্যদের সরাসরি অংশগ্রহণ মানবিক কাজটি সফলতার সহিত সমাপ্ত হয়। ক্লাবের সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের উদ্যোগ সকলের কাছে ভূয়সী প্রশংসা লাভ করে।