আজ (২৪ই জুলাই) দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাহামুদুল ইসলাম (৪২) ও ইসমাইল নামে আরো দুই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি......রাজেউন)
পার্শ্ববর্তী বসবাসরত জাকের হোসাইন জানান,গত দশ থেকে বার দিন আগে মাহামুদুল ইসলাম অসুস্থতাবোধ করলে কোন চিকিৎসা না নিয়ে অবহেলা করে । চার দিন পর আরো বেশি অসুস্থ হয়ে গেলে তখন মাহামুদুল ইসলামকে পার্শ্ববর্তী ভিলানকুলো শহরে হসপিতাল রোয়াল দি ভিলানকুলো নামে এক হসপিতালে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনা টেস্ট দেওয়া হলে তার করোনা পজিটিভ আসে । করোনা পজিটিভ আসার পর তাকে ইয়ানবানি বিভাগীয় জানগামো কোভিন১৯ হসপিতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। দীর্ঘ এক সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে আজ শনিবার সকাল মোজাম্বিক সময় ৭টার দিকে তার মৃত্যু হয়।
মোজাম্বিকের ইয়ানবাহনি প্রদেশের ইয়ানসুরু শহরে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন মাহামুদুল ইসলাম। ইয়ানসুরু শহরে স্বপরিবারে বসবাস করতেন। তার দুই মেয়ে এক ছেলে সন্তান আছে ।
মৃত মাহামুদুল ইসলামের বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন ১নং ওয়ার্ড । সে মৃত আজি আহমদ এর ছেলে।
অন্যদিকে মোজাম্বিকের গাজা প্রদেশের মাপুতো সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন ইসমাইল নামের আরেক বাংলাদেশি ব্যবসায়ী। খোঁজ নিয়ে জানা যায় সে কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া টইটং বলে জানা যায়।
উল্লেখ্য, মোজাম্বিকে করোনা মহামারিতে এই পর্যন্ত ১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যার মধ্যে ১০ জন বাঁশখালীর অধিবাসী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020