স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মোজাম্বিক শাখা। গতকাল দুপুরে দেশটির মানিকা প্রভিন্সের শিমুই শহরের রায়হান কমপ্লেক্সে আহমেদ নূরের সভাপতিত্বে এবং আব্দুল গফুর মানিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আহমেদ উল্লাহ। বক্তব্য রাখেন মোঃ শাহজাহান, মোস্তফা কামাল পুতো, মোঃ আমির , সরোয়ার আলম লিটন, কবির আহমেদ, হেফাজ উদ্দিন সাগরসহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020