
আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশি প্রবাসীদের সেবা দিতে আসা পর্তুগাল লিসবনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার ও অন্যান্য কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মোজাম্বিক ভেরা ডিস্ট্রিকের হোটেল লুনামায় মোজাম্বিক বাংলাদেশ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে মোজাম্বিক প্রবাসী এমরান মেহেরীর সঞ্চালনায় ও মোজাম্বিক প্রবাসী কমিউনিটির আহ্বায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন লিসবন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এসএম গোলাম সরওয়ার, প্রধান বক্তা ছিলেন মোজাম্বিক প্রবাসী কমিউনিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লিসবন দূতাবাসের প্রাথমিক কর্মকর্তা শাহাবুদ্দিন, সহকারী কনসুলার কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, মোজাম্বিক প্রবাসী কমিউনিটির নেতা দিদারুল ইসলাম সিআইপি, জসিম উদ্দীন, আব্দুর রহমান, মোহাম্মদ হারুন, আলহাজ্ব আহমেদ নুর প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন, ‘মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্ট রিনিউ ও ভিসা নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হন। ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের পর্তুগাল থেকে সেবা নিতে হয় যা অনেক কষ্ট সাধ্য। বর্তমানে মোজাম্বিকে দশ হাজারেও বেশি প্রবাসী রয়েছে। সরকারের কাছে মোজাম্বিকে বাংলাদেশ দূতাবাস স্থাপনের জোর দাবি জানান তারা।
সংবর্ধনা শেষে কূটনীতিকদের সম্মানে মোজাম্বিকের বিভিন্ন প্রভিন্সিয়া থেকে আগত পাঁচ শতাধিক প্রবাসী ও তাদের পরিবারদের নিয়ে নৈশভোজের আয়োজন করে মোজাম্বিক বাংলাদেশ প্রবাসী কমিউনিটি। নৈশভোজ শেষে প্রবাসীরা পাসপোর্ট সেবা, বাংলাদেশের ভিসা এবং প্রবাসী কল্যাণ কার্ড সম্বন্ধে তথ্য ও সেবা নেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020