এমআর মুজিব ▪️মোজাম্বিক সংবাদদাতা,
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে মোঃ ইউসুফ (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ(১০ই সেপ্টেম্বর) শুক্রবার মোজাম্বিক সময় ১২টার দিকে মোজাম্বিকের সুফলা বিভাগের বেইরা শহরের এক স্থানীয় হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যু হয়।বেইরা বসবাসরত মোঃ সাহাব উদ্দিন জানায়, মোঃ ইউসুফ বেশ কিছু দিন ধরে ডায়বেটিস রোগে ভুগছিলো যার কারণে তার দুটি পায়ে পঁচনধরে। পরে তার অবস্থা বেশি খারাপ হলে গত সাতদিন আগে তাকে বেইরা শহরের এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পায়ের অপরেশন করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোঃ ইউসুফ ১৫ বছর ধরে মোজাম্বিকে ব্যবসা করে আসছিলেন । তার দেশের বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার ৭নং ওর্য়াড।