গাছ লাগান, পরিবেশ বাঁচান
স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের সন্ধানে বাঁশখালী” সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন।
‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি আসুন গাছ লাগাই, জীববৈচিত্র্য বাড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী থানার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের সন্ধানে বাঁশখালী ” কতৃর্ক আয়োজিত বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি- ৩ধাপে অনুষ্ঠিত হয়েছে। ১ম ধাপে ৩৪নং মজিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২য় ধাপে পূর্ব চাঁপাছড়ী ফকির মোহাম্মদ জামে মসজিদ এবং ৩য় ধাপে ৩৩নং রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও চারা বিতরণ সমপন্ন হয়। উক্ত কর্মসূচিতে রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিষ্ঠাতা এডমিন মিশকাত, এডমিন বোরহান উদ্দিন টিপু এবং সহ কার্যকরী সদস্য আশফাক সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।