• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রহিম সৈকত ; মাটি ও মানুষের গল্প যার নিত্য উপজীব্য

রিপোর্টার নাম: / ১২৬ শেয়ার
আপডেট: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

তৌহিদ চৌধুরী :
প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক উপজেলা বাঁশখালীর জলকদর খাল বিধৌত ইউনিয়ন কাথরিয়ার ইউনিয়নের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন রহিম সৈকত। তিনি পিতা মোস্তাক আহমেদ ও রাবেয়া বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

শিক্ষা : বাড়ির পাশেই লাগোয়া পূর্বকাথরিয়া সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় থেকেই তাঁর প্রাথমিক শিক্ষা অর্জন, কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, স্যার আশুতোষ কলেজ থেকে স্নাতক, সরকারি কমার্স কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন : উন্নয়ন সংস্থা ব্রাকের শিক্ষা কর্মসূচি পেইস এর আওতায় আনোয়ারা উপজেলায় প্রোগ্রাম অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। এরপর তিনি চলে আসেন শিক্ষকতা পেশায়। একই উপজেলার চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, বটতলী শাহ মোহছেন আওলিয়া উচ্চ বিদ্যালয় এবং সর্বশেষ পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন সহকারী শিক্ষক হিসেবে।

আইকনিক শিক্ষক পুরস্কার হাতে সঙ্গীদের সাথে

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সমাজ সচেতন ব্যক্তি। ২৩ ফেব্রুয়ারী, ২০১৫ তারিখে নিজের জন্মভূমির মাটি ও মানুষ ঘনিষ্ঠ প্রচার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের জনপ্রিয় কমিউনিটি প্ল্যাটফর্ম বাঁশখালী এক্সপ্রেস। অত্রজনপদের বিভিন্ন সমাজ হিতৈষী মানুষের সহযোগিতা, সমর্থনে, ভালবাসায় বাঁশখালী এক্সপ্রেস বর্তমানে (২০২৪) ১,৮০,০০০ মানুষের সক্রিয় প্ল্যাটফর্ম।

সাংবাদিকতা : ২০২০ সালে কল্যাণ চক্রবর্তী সম্পাদিত দৈনিক ইনফো বাংলায় সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা পেশায় তার আরো একটি ক্ষেত্রে নিজের পথ চলা শুরু হয়। ২০২৩ সালে জাতীয় গণমাধ্যম দৈনিক বাংলায় আনোয়ারা বাঁশখালী প্রতিনিধি হিসেবে নিয়মিত সংবাদ লিখছেন তিনি।

দৈনিক বাংলার সম্পাদক চৌধুরী জাফর উল্লাহ শারাফত এর সাথে

পুরস্কার ও স্বীকৃতি : বহুমুখী প্রতিভাবান রহিম সৈকত ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা হিসেবে পুরস্কৃত হোন। তৎকালীন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সনদ ও এওয়ার্ড তুলে দেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন এর হাত থেকে পুরস্কার নেয়ার সময়

২০২০ সালে সারা দেশের হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে দেশ সেরা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা হিসেবে স্বীকৃতি পান। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এই নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে তাঁকে নিয়ে প্রচারিত হয় ফিচারপ্রতিবেদন

বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফিচার ও সংবাদ

২০২২ সালে আইকনিক শিক্ষক হিসেবে এটুআই ও গ্রামীনফোন আইকনিক শিক্ষক হিসেবে পুরস্কার তুলে দেন।

সাতকানিয়ার পৌর মেয়র জোবায়ের আহমেদ এর হাত থেকে স্বীকৃতি গ্রহনের সময়

সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ ক্রীড়ার প্রচার প্রসারে নিজ উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্নভাবে সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তাঁকে সম্মাননা স্বীকৃতি প্রদান করা হয়।

বাঁশখালী পৌর মেয়র তোফায়েল আহমেদ এর হাত থেকে ক্রীড়ায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি গ্রহণ করছেন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?