প্রাক্তন-বর্তমান হাজারো শিক্ষার্থীর বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বর্ণাঢ্য রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সুদীর্ঘ প্রায় ৪০ বছরের সফল কর্মজীবনের ইতি টানলেন বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব ফৌজুল কবির চৌধুরী।
গতকাল (১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার) অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে জনাব ফৌজুল কবির চৌধুরীর অবসরজনিত সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক জনাব মোহাম্মদ মিজবাহুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অন্যতম কর্ণধার ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউল আজিম চৌধুরী। এছাড়া অত্র অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাড়াও সারগর্ভ বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020