বাঁশখালীর ঐতিহ্যবাহী বাজার রামদাশ মুন্সির হাট ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফররুখ আহমদ (ফারুক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামদাশ হাট পুলিশ ফাড়ির ইনচার্জ তপন কুমার বাগ্চি, সুধীর মল্লিক রায়, এড, আবু নাছের, আলহাজ্ব মোজাহের আহমদ, আহমদ জামাল, হৃদয় রঞ্জন চৌধুরী, মেম্বার মোজাহের আহমদ, উজ্জ্বল দেব, তড়িৎ মহাজন,আজিজ সওঃ, সভায় সবার সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এতে আমিনুর রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ও আহমদ জামালকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি ▪️
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020