আবদুল্লাহ আল রিয়াদ ▪️
গত ২রা এপ্রিল কুমিল্লা জেলার লালমাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন বাঁশখালীর সন্তান মুহাম্মাদ হেলাল চৌধুরী। ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে সিলেট জেলায় নিয়োগ প্রাপ্ত হন তিনি এবং পরবর্তীতে সিলেটে সুনামের সাথে দায়িত্বপালন করে, বিসিএস প্রশাসন একাডেমী থেকে প্রশিক্ষণ শেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহন করেন। এরপর চাঁদপুর জেলায় এসিল্যান্ড হিসেবে বদলি হলে সেখানে তিনি শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কার প্রাপ্ত হন।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব কোকদন্ডী গ্রামে সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মোহাম্মদ মকসুদ চৌধুরী বাঁশখালী ডিগ্রী কলেজে চাকরী করতেন। সাত ভাই বোনের মধ্যে হেলাল চৌধুরী সবার বড়। স্থানীয় পূর্বকোকদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি (বিজ্ঞান বিভাগ), বাঁশখালী ডিগ্রি কলেজে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) এবং চট্টগ্রাম কলেজ হতে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। সুপারিশ প্রাপ্ত হওয়ার আগে তিনি চট্টগ্রামে কাস্টমস অফিসার হিসেবেও কর্মরত ছিলেন।
বাঁশখালীর যে সকল ছাত্র-ছাত্রীর স্বপ্ন বিসিএস তাদের জন্য পরামর্শ কি তা জানতে চায়লে মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন,"যদি লক্ষ্য স্থির করে দৃঢ় মনোবল নিয়ে এগোলে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব"।
বাঁশখালীতে জন্ম নিয়ে, প্রতিষ্ঠিত হয়ে শিকড় বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আমাদের সামনে অনেক আছে। আপনার ক্ষেত্রেও কি তাই হবে? এমন প্রশ্নের জবাবে হেলাল চৌধুরী বলেন আমি নিজ থেকে এই প্রশ্নের উত্তর না দেই, আপনি আমার শিকড়ে গিয়ে তথ্য নিতে পারেন নিজেরটা নিজের মুখে বলতে চাইনা। শুধু এইটুকু বলব যে মাটি ও মানুষের ছায়ায় বড় হয়েছি তার প্রতি আমার অশেষ ঋণ। চাইলেই কী এই ঋণ শোধ করা যায়? সেই মাটি ও মানুষের উন্নয়নে কিঞ্চিৎ সুযোগ পেলে তা হাতছাড়া করব না। দোয়া করবেন সেই মাটি ও মানুষের সাথে যেন সংযুক্ত থাকতে পারি।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020