লিচুর জনপদ নামে খ্যাত বাঁশখালীতে এ বছর আশানুরূপ লিচুর ফলন হয়নি। প্রয়োজন মত বৃষ্টি না হওয়ায় লিচুর ফলনে প্রভাব পড়েছে বলে মনে করছেন চাষীরা।
কালীপুরের লিচু দেশখ্যাত, কালীপুরের যেসব বাগানে প্রচুর লিচুর ফলন হত সেসব বাগানে তুলনামূলক ফলন হয়নি এ বছর। গতবছর সদর আমিন হাট, গুনাগরি, উপজেলা সদরে লিচু বিক্রি ছিল চোখে পড়ার মত। এ বছর হাতে গোনা কয়েকজন বিক্রেতা চোখে পড়েছে। কয়েকটি পরখ করে দেখা গেছে স্বাদে টক। বিক্রেতা মোহাম্মদ শফিক জানাল, প্রতিশ লিচু দুইশ থেকে,,আড়াইশ তিনশ পর্যন্ত বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, বাঁশখালীর পাহাড়ি ইউনিয়ন গুলোতে লিচু গাছ আছে, বাগানও আছে। আবাদকৃত বাগানের পরিমান প্রায় প্রায় সাড়ে সাতশ হেক্টর । এর মধ্যে কালিপুর ইউনিয়নেই আবাদ হয়েছে ২৭০ হেক্টর জায়গায়। বাঁশখালীতে স্থানীয় কালীপুর জাতের লিচু গাছের সংখ্যা বেশি। তবে এ জাত ছাড়াও চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু গাছ রয়েছে। কালীপুর জাতের লিচু বাজারে আসলেও চায়না-৩ ও বোম্বাই জাতের লিচু আরো ১৫ থেকে ২০ দিন পরে বাজারে আসবে। বৃষ্টি কম হওয়ায় ফলন অল্প কম হয়েছে। লিচুর আকারও ছোট হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020