আজ লোকশিল্পী ডা. মতিলাল দাশের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার জালিয়াঘাটা গ্রামে ১৯৫৪ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।তাঁর বংশের উত্তরসূরীসহ প্রায় সকলেই সংগীতের বিভিন্ন শাখায় যুক্ত ছিলেন। কীর্তন,লোকগান,পুঁথি সহ বিভিন্ন লোকগানের আসরে এতদ্বঞ্চলে তিনি ছিলেন একটি প্রিয় নাম।কর্মজীবনে সংগীতের পাশাপাশি তিনি ছিলেন একজন সফল প্রাণীচিকিৎসক।মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন কন্যাসন্তান, দুইজন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।২০২০ সালের ১৬ জুন তিনি মৃত্যুবরণ করেন। আজকের এই দিনে তাঁরা সকলের কাছে আশির্বাদ ও দোয়া কামনা করেছেন।