Search
Close this search box.
Search
Close this search box.

শনিবার শেখেরখীল বনাম কাথরিয়া মহারণ

আরিফুল ইসলাম তুহিন ◾
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব ১৭) ২০২১ এর সেমিফাইনাল খেলা আজ (বৃহস্পতিবার) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জমান চৌধুরী’র সভাপতিত্বে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শেখেরখীল একাদশ

খেলায় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল প্রমুখ।

১ম সেমিফাইনাল খেলায় ট্রাইবেকারে বাহারছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশ জয় লাভ করে।

২য় সেমিফাইনাল খেলায় ট্রাইবেকারে চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে কাথরিয়া ইউনিয়ন পরিষদ জয় লাভ করে।

কাথরিয়া একাদশ

আগামী ৫ই জুন ২০২১ইংরেজি শনিবার বিকাল ৩টায় কাথরিয়া ইউনিয়ন পরিষদ বনাম শেখেরখীল ইউনিয়ন পরিষদ একাদশের ফাইনলা খেলা চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  কিংবদন্তি মওলানা ইলাহী বখস (রহঃ.) ও তাঁর কারামত