Search
Close this search box.
Search
Close this search box.

শিঁকড়ের ইফতার মাহফিল সম্পন্ন

বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় ২০০৭ ব্যাচের সংগঠন শিঁকড়ের ইফতার মাহফিল সাফরান রেষ্টুরেন্টএ সম্পন্ন হয়।শিঁকড় সদস্য ফরহাদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য  দিয়ে অনুষ্ঠান শুরু হয়,পরে শিঁকড়ের বর্তমান এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য নিয়ে আসেন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই চিকিৎসক ডা. আসিফুল হক ও ডা. সওগাত উল ফেরদৌস তারা তাদের বক্তব্যে তোলে ধরেন শিঁকড়ের দীর্ঘ দশ বছরের বিভিন্ন কার্যক্রম। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শিঁকড়ের আরেক সদস্য আনোয়ারুল আযীম তিনি তার মোনাজাত এর মাধ্যমে দেশে চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে যেনো আল্লাহ হেফাজত করেন সে জন্য দোয়া করেন।

আরও পড়ুন  আনোয়ারায় হাতির আক্রমণে নারীর মৃত্যু