রহিম সৈকত ▪️
মানুষ তার স্বপ্নের সমান বড়, অধ্যাবসায়, একাগ্রতা, অবিচল হয়ে লক্ষ্য নিয়ে ছুটে চললে তার স্বপ্ন পূরণ হয়। বাশঁখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের,কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুরুল কবিরের দ্বিতীয় কন্যা জান্নাতুল আদন হুরি, রাজধানীর গুলাশানে অবস্থিত শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে এমবিবিএস এ মেধাবী কোটায় ভর্তি হওয়ার মাধ্যমে গৌরবোজ্জ্বল সফরের যাত্রা শুরু করলেন। শিক্ষক পিতা নুরুল কবির একজন জনপ্রিয় ও আদর্শ শিক্ষক হিসাবে অত্র এলাকায় সবার শ্রদ্ধার আসনে আসীন। বাবার নিবিড় তত্ত্বাবধানে, শিক্ষকের যথাযথ দিকনির্দেশনা আর নিজের ইস্পাত কঠিন মনোবল এই সাফল্য এনে দিয়েছে এমনটি জানিয়েছেন জান্নাতুল আদন হূরি। বাঁশখালী এক্সপ্রেসকে বলেন আমার জনপদ বাঁশখালী, আমার গ্রাম কাথরিয়া চিকিৎসা সেবায় এখনো পিছিয়ে, অধ্যয়ন শেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য জান্নাতুল আদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী ছিলেন, বিগত মেডিক্যাল ভর্তি পরিক্ষায় ৬৯.২৫ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়, তার মা হাসিনা বেগম, দক্ষিন বাগমারা আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন, তারাঁ তাদের কন্যা যাতে ভালো ডাক্তার হয়ে বাঁশখালীর মানুষের সেবা করতে সে দোয়া কামনা করেছেন। বাঁশখালী এক্সপ্রেস পরিবার এই মেধাবী শিক্ষার্থীকে জানাচ্ছে অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020