জমীর উদ্দীন, পেশায় একজন এনজিও কর্মকর্তা। ব্যস্ততম জীবনের ফাঁক গলিয়ে যেটুকু সময় তিনি পান তার পুরোটায় জুড়ে থাকে নিজ এলাকার শিক্ষার উন্নয়নের সুতিব্র ইচ্ছে। সেই ইচ্ছে পূরণের সুযোগ আসে যখন দায়িত্বভার গ্রহন করার জন্য বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় । ১ম মেয়াদে শিক্ষার মানোন্নয়ন ও তদারকিতে সন্তুষ্ট অভিভাবক মহল। তাই দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হলেন জমীর উদ্দীন।
জমীর উদ্দীন বাগমারা গ্রামের ফরিদ আহমদ ও নুরুন্নাহার বেগম এর সন্তান। ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক এবং বানিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী এই বিদ্যোৎসাহী।
জমির উদ্দীন বাঁশখালী এক্সপ্রেসকে বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে তৃনমুলে ভূমিকা রাখার ইচ্ছে থেকে দায়িত্বভার গ্রহন করেছি। শিক্ষায় নগর গ্রামের যে ব্যবধান তা হ্রাস করতে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সবার দোয়া প্রার্থী।