মানবতার সংগঠন "শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব" এর প্রথম প্রতিষ্টাবার্ষিক উদযাপন
'করিবো রক্তদান, ফুটাবো নতুন প্রাণ' স্লোগানকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব'র প্রথম প্রতিষ্টাবার্ষিক উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ রোকন উদ্দীনের সভাপতিত্বে ১৮ ডিসেম্বর ২০২১ইং শনিবার সকালে পূর্ব শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আসিফুল হক।
এতে সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য এনামুল হক রাহাতের এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব শিলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী স্কয়ার ক্লিনিক'র ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আল-হাসান, শিলকূপ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মু. জয়নাল আবেদিন রিপন, চট্টগ্রাম দক্ষিণজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন, ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক মুজিবুল হক, কর্যকরি পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, উপদেষ্টা মু. হামিদ উল্লাহ, বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন ফারুকুল ইসলাম, ব্লাড ডোনেশন ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মু. আবু হানিফ, সমাজ সেবক মাহমুদুল ইসলাম মাহমুদ প্রমূখ।
এ সময় বক্তারা মানবিক সংগঠন শিলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের মানবিক কর্মকান্ডের অগ্রযাত্রা কামনা করে তারুণ্যের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
এ দিন প্রতিষ্টাবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সহ এলাকার ৪০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020