Search
Close this search box.
Search
Close this search box.

শীতার্তদের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির শীতবস্ত্র বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, বাঁশখালী শাখার উদ্যেগে প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শাখার ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ ফোরকানুল ইসলাম। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপকুলীয় ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ, বিশ্ববিদ্যালয় চট্টগাম বিভাগের সেক্রেটারি বশির উদ্দিন কনক, শাখা কর্মকর্তা জনাব জাসেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এভিপি মোহাম্মদ ফোরকানুল ইসলাম জানান সোশ্যাল ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে সাধারণ জনগণ ও পিছিয়ে পড়া মানুষের পাশে নিয়োজিত রয়েছেন। আজকের কর্মসূচি তার ধারাবাহিক অংশ।
আমন্ত্রিত অতিথি জনাব বশির উদ্দিন কনক বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক শুধু আর্থিক সেবা দান করেনা, সামাজিক দায়িত্বও পালন করছে। তাদের এই কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন  ছাদখোলা বাসে সাফজয়ী নারীদের সংবর্ধনা