গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
উপজেলা পরিসংখ্যান কার্যালয়
বাঁশখালী,চট্টগ্রাম নিম্নলিখিত স্মারকের অধীনে [স্মারক নং-৫২.০১.১৫০৮.০০০.০৬.০৪৭ ] [অদ্য ১০-০৮-২০২১ তারিখে ]
শুমারিকর্মী(তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার) নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর লিস্টিং অপারেশন এবং মূল শুমারির গণনাকার্যক্রমে ‘গণনাকারী ও সুপারভাইজার’ পদের প্যানেল গঠনের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে শুধুমাত্র বাঁশখালী উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব/যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিয়োগের শর্তাবলি :
◾ সুপারভাইজার:
১) প্রকল্পের বর্তমান ডিপিপি অনুযায়ী সম্মানী ভাতা পাবেন, প্রার্থীকে নূন্যতম স্নাতক পাস হতে হবে।
২) নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে এবং চালনায় দক্ষ হতে হবে।
৩) স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৬.০ বা তদুর্ধ হতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে নূ্ন্যতম ৫.০(পাঁচ) ইঞ্চি হতে হবে।
৪) ০১/০২/২০২০ তারিখে বয়স ২৩-৪০ বৎসরের মধ্যে হতে হবে।
৫) সহজে বোধগম্য হাতের লেখার অধিকারী হতে হবে।
৬) পূর্ববর্তী কোন শুমারিতে সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
◾তালিকাকারী/গণনাকারী:
১) প্রকল্পের বর্তমান ডিপিপি অনুযায়ী সম্মানী ভাতা পাবেন। নূন্যতম এইচএসসি/সমমানের পাস হতে হবে।
২) নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে এবং চালনায় দক্ষ হতে হবে।
৩) স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৬.০ বা তদুর্ধ হতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে নূ্ন্যতম ৫.০(পাঁচ) ইঞ্চি
হতে হবে।
৪) ০১/০২/২০২০ তারিখে বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে হতে হবে।
৫) সহজে বোধগম্য হাতের লেখার অধিকারী হতে হবে।
৬) পূর্ববর্তী কোন শুমারিতে গণনাকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
বি:দ্র: উল্লিখিত হার প্রকল্পের বর্তমান ডিপিপি’ র বর্ণনা মোতাবেক। তবে ডিপিপি সংশোধিত হলে, জাতীয় স্বার্থে প্রয়োজন দেখা দিলে কিংবা নতুন বিধিমালা জারি বা এধরনের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে উক্ত হার পরিবর্তিত হতে পারে।
◾শর্তাবলী:
১) মূল শুমারিতে (২৫-৩১ অক্টোবর-২০২১) প্রতি গণনাকারী ০৭(সাত) দিনে মোট ১২০ (কম/বেশী) খানার তথ্য সংগ্রহ করতে হবে।শুমারির পূর্বে ২ দিন খানার তালিকা করতে হবে।
২) মোবাইল অ্যাপস ব্যবহারপূর্বক তথ্য সংগ্রহ করতে হবে।
৩) অন্য কোন পেশায় (যেমন: কিন্ডার গার্টেনের শিক্ষক/ ইউনিয়ন বা ওয়ার্ড সচিব/সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত) নিয়োজিত কেউ আবেদন করতে পারবেন না।
৪) প্রয়োজনে নিজের মহল্লা/ওয়ার্ড ব্যতিরেকে অন্য ওয়ার্ড/মহল্লায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৫) সকল পদের আবেদন ফরম আগামী১৬/৮/২০২১ তারিখের মধ্যে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে নির্ধারিত বক্সে সরাসরি অথবা বাহক মারফত অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে।
৬) আবেদন পত্রের সাথে সদ্য তোলা ০১(এক) কপি পাসপোর্ট সাইজ (সত্যায়িত) ও ০১(এক) কপি স্ট্যাম্প সাইজের ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।নিজের NID না থাকলে,পিতা/মাতার NID সংযুক্ত করতে হবে।
৭) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবেনা।
৮) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ব্যবহারিক (Practical) পরীক্ষার জন্য স্ব-স্ব স্মার্টফোন নিয়ে আসতে হবে।
৯) খামের উপরে পদের নাম, ইউনিয়নের নাম, মৌজা/মহল্লার নাম, পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড এর নাম লিখে জমা দিতে হবে।
◾অন্যান্য তথ্যাবলী:
১) জেলা পরিসংখ্যান কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের নির্ধারিত ফরম উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ওয়েবসাইট (www.bbs.banshkhali.chittagong.gov.bd) থেকে এবং স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
২) নিয়োগের অন্যান্য শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে মহিলা প্রার্থীগন কে অগ্রাধিকার প্রদান করা হবে।
৩) ই-ট্রেনিং এ পাশ হলেই কেবল মূল শুমারিতে গণনাকারী ও সুপারভাইজার হিসেবে চূড়ান্ত মনোনীত হবে।
৪) আগামী ২২/০৮/২০২১ তারিখ হতে ২৪/০৮/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মৌখিক ও ব্যবহারিক(Practical)পরীক্ষা নেয়া হবে।নিজ দায়িত্বে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় অফিস ও ওয়েবেসাইট থেকে জেনে উপস্থিত থাকতে হবে
৫) চুড়ান্ত প্রার্থীদের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও উপজেলা পরিসংখ্যান অফিসের নোটিশ বোর্ড/ ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।
৬) নির্বাচিত প্রার্থী প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তিনি কাজ করতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ তাৎক্ষনিক বাতিল বলে গণ্য হবে।
৭) “তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার” নির্বাচন সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮)পূর্বে নিয়োগকৃত গণনাকারী ও সুপারভাইজারদের আবদেন করার প্রয়োজন নেই।তবে নিজের অথবা পিতা/মাতার NID দিতে হবে এবং নিজের মোবাইল নং দিতে হবে।অনেকের মোবাইল বন্ধ তাই যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা ,তাদের অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
(সাইদুজ্জামান চৌধুরী)
উপজেলা নির্বাহী কর্মকর্তা
বাঁশখালী, চট্টগ্রাম
ও
সভাপতি
গণনাকারী ও সুপারভাইজার যাচাই বাছাই কমিটি।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়।
➡️ বিস্তারিত জানতে ভিজিট করুন www.bbs.banshkhali.chittagong.gov.bd
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020