Search
Close this search box.
Search
Close this search box.

শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন আর নেই

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন (৫৫) আর নেই। ২৫ এপ্রিল ২০২৪ তারিখে (বৃহস্পতিবার) বিকাল ৩.৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে ইয়াছিন চেয়ারম্যান এর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে তিনি বিষপানে আত্মহত্যা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মোহাম্মদ ইয়াছিন এর এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে,বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তা জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, অধ্যক্ষ মাওঃ জহিরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন  বাঁশখালীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন