চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের শোক সভায় গিয়ে মারা গেলেন এক আওয়ামী নেতা। শুক্রবার বিকেল পাঁচটার সময় অনুষ্ঠানস্থলে অসুস্থ হয়ে পড়লে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তি হলেন মোহাম্মদ হেফাজ (৫২)। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের শোক সভা ছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা জড়ো হন। বিকেল পাঁচটার সময় মোহাম্মদ হেফাজ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, অনুষ্ঠানস্থলে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020