Search
Close this search box.
Search
Close this search box.

সরলে মৎসজীবীদের মাঝে চাল বিতরণ

বাঁশখালীর ৭নং সর‌ল ইউনিয়নে ৬৯১ জন জে‌লে প‌রিবা‌রের মা‌ঝে ৩০ কে‌জি ক‌রে মৎসজীবীদের মাঝে আজ ১লা আগষ্ট (রবিববার) সকাল ১০টার সময় সরল ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ৭নং সরল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব রশিদ আহমদ ‌চৌধুরী, চট্টগ্রাম জর্জ কো‌র্টের এ‌পি‌পি এড‌ভো‌কেট রায়হাদ চৌধুরী র‌ণি, বাঁশখালী উপজেলা’র ট‌্যাগ অফিসারের প্রতি‌নি‌ধি আবদুল ম‌জিদ, সরল ইউনিয়ন পরিষদের স‌চিব হারুনুর রশীদ চৌধুরী, সরল ইউনিয়নের ইউপি সদস্য ইউ‌পি সদস‌্য মো. সে‌লিম, মো. জামাল ও র‌শিদ আহমদ প্রমুখ।

আরও পড়ুন  বিদ্যাবাড়ির বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ