শিক্ষার মানোন্নয়ন, তরুণ ও শিক্ষার্থীদের সংগঠিত করে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার নিমিত্তে প্রতিষ্ঠিত সরল আল ইন্তিফাদা সংস্থা। এই সংস্থার উদ্যোগে উদ্যোগে সমাজে বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখা এলাকার বিশিষ্ট নাগরিকদের জন্য আয়োজন করা হয় এক ঈদ পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। বৃহস্পতিবার সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সম্মেলনে গুণিজনদের সংবর্ধিত করা হয়।
জামিয়া মিল্লিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ছদরে মুহতামিম মাওলানা ফিরোজ আহমদ মাসরুর এর সভাপতিত্বে মাওলানা কামাল বিন মনিরের সঞ্চালনাত এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আব্দুল কাদের নিজামী, গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহমদুর রহমান, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ কামাল উদ্দিন চৌধুরী, ডা. মাজহারুল হক উচ্চ বিদ্যালযয়ের শিক্ষক মোঃ মঈন উদ্দিন, সরল আনচারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক উপ ব্যবস্থাপক মোহাম্মদ রিদুয়ানুল কবির চৌধুরী (রিদু) সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্তিফাদা সংস্থা গুণীজনদের সংবর্ধিত করার মাধ্যমে আগামীর গুণী জন্মানোর, তৈরীর পথ সুগম করছে। এই ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংগঠনের সভাপতি, চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হান্নান বলেন, আমাদের সরল ইউনিয়ন নানা সমস্যায় জর্জরিত, উঠতি যুবকদের একটি অংশ অসামাজিক কার্যকলাপে যুক্ত হচ্ছে, জড়িত হচ্ছে অনলাইন জুয়া ও নানাবিধ নেশায়। আল ইন্তিফাদা সংস্থার অন্যতম লক্ষ্য এসব সামাজিক অপরাধ হ্রাস করে একটি আদর্শিক সমাজ বিনির্মানে ভূমিকা রাখা। তিনি দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল বিশিষ্ট নাগরিকদের এলাকার মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020